English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৩:০৮

আবারও অঘটনের শিকার অলরেডসরা

অনলাইন ডেস্ক
আবারও অঘটনের শিকার অলরেডসরা

ইউরোপা সেমিফাইনালের প্রথম লেগেই স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিভারপুল। অঘটনের শিকার হওয়াটাই যেন নিয়তি এখন অলরেডসদের। ক্যাম্প এল মাদ্রিগালে নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভিলারিয়ালের বিপক্ষেও হেরেছে দলটি। ফিরতি লেগে আনফিল্ডে স্প্যানিশ ক্লাবটি একটি গোল করলে অলরেডসদের আরও বড় বিপদ হতে পারে। কেননা তখন ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যদের করতে হবে ৩ গোল!

বৃহস্পতিবার রাতে ভিলারিয়ালের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই ভালো লড়াই করেছিল লিভারপুল। শেষ পর্যন্ত গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল দলটি। কিন্তু ভাগ্য পক্ষে না থাকায় ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করতে হয় তাদেরকে। ফলে ১-০ গোলে পিছিয়ে থাকতে হচ্ছে লিভারপুলকে।

এল মাদ্রিগালে ম্যাচের অতিরিক্ত সময়ে ভিলারিয়াল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আদ্রিয়ান লোপেজ। তার গোলেই শেষ পর্যন্ত  এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

ইউরোপা লিগের অপর সেমিফাইনাল ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করেছে শাখতার দোনেৎস্ক ও সেভিয়া। এখন ঘরের মাঠে ফিরতি লিগে ভিলারিয়ালকে ব্যবধান গড়ে হারাতে পারলে ফাইনালে এই দুই প্রতিপক্ষের যে কোনো একটিকে পেতে পারে লিভারপুল।

আগামী ১৮ মে সুইজারল্যান্ডের বাসেলে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।