English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:২৬

এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯-০ গোল বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তাজিকিস্তানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়টি ৯-০ গোলের। হ্যাটট্রিক করেছে মার্জিয়া ও আনুচিং।

আগের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।

আজ বৃহস্পতিবার (২৮) তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে লিড এনে দেয় মার্জিয়া। ১৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণও করে মার্জিয়াই।

এরপর ১৭, ২৮ ও ৩৮ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করে আনুচিং। মাঝে ৩৩ মিনিটে একটি গোল করে সাজেদা। ফলে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৬২ ও ৬৫ মিনিটে তহুরা জোড়া গোল করলে স্কোরলাইন হয়ে যায় ৮-০। আগের ম্যাচে ভারতের বিপক্ষেও জোড়া গোল করেছিল তহুরা। আর ৬৭ মিনিটে মার্জিয়া পূরণ করে হ্যাটট্রিক। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ পায় ৯-০ গোলের বিশাল এক জয়।

এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠল বাংলাদেশ। ৩০ এপ্রিল গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। গত আসরের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।