English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:২৩

ক্রিকেটে ফিরে আসতে চান শাহাদাত

অনলাইন ডেস্ক
ক্রিকেটে ফিরে আসতে চান শাহাদাত

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিচারাধীন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব অাবারও ক্রিকেট জগতে ফিরে আসতে চান।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পেসার শাহাদাত।

এসময় অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন এই ক্রিকেটা । নিজের কষ্টের কথা তুলে ধরে সবার সহযোগিতা কামনা করে শাহাদাত। পাশাপাশি আবারও খেলায় ফিরে আসার অভিপ্রায় ব্যক্ত করেন।

শাহাদাত তার লিখিত বক্তব্যে বলেন, আমি নিজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। আমি পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি সভাপতিসহ সকল ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা এবং সতীর্থ খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে। আমিও একটা ভুল করেছি।

আমি বিশ্বাস করি, দেশ ও দেশের ক্রিকেটকে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি মিডিয়াকর্মীদের মাধ্যমে দেশবাসীর সহায়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চাই।

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলাটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে শাহাদাত বলেন, মামলাটা বিচারাধীন আছে। ২৫ তারিখে হাজিরা আছে। আমার উকিল বলেছে, ইনশাল্লাহ সেই দিনই একটা ভালো কিছু হবে। আদালতের আদেশ রয়েছে যে, জীবিকার তাগিদে আপনি স্বাভাবিক সবকিছুই করতে পারবেন। 

 ‍পুনরায় খেলার বিষয়ে বিসিবির কাছে কোনো আবেদন করেছেন এমন প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, আদালত আমাকে এই বিষয়ে একটা লিখিত অনুমতি দিয়েছেন। তবে তারা বলেছেন, খেলায় ফেরা ক্রিকেট বোর্ড ছাড়া কেউ করতে পারবে না। আমি ক্রিকেট বোর্ড ও দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমার অনুরোধ তারা যেন আমাকে একটা সুযোগ দেয়।