English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ২০:৫৯

ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক
ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড

আগামী বছরের মে মাসে প্রথমবারের মতো আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ছয় ম্যাচের ত্রিদেশীয় এই সিরিজের আয়োজক আয়ারল্যান্ড।

২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। ২০০৬ সালের পর বাংলাদেশ এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ২০১৫ বিশ্বকাপের মতো ভালো ফল পেতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

মূলত নিউজল্যান্ড ও বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। আয়ারল্যান্ড ও বাংলাদেশ এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১০ সালে শেষ ওয়ানডে খেলেছিল দুই দল।

অন্যদিকে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে গ্রুপ পর্বের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। খবর:ক্রিকইনফো