English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ২০:১১

সিম বায়োমেট্রিক নিবন্ধন করলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
সিম বায়োমেট্রিক নিবন্ধন করলেন মাশরাফি
সিম বায়োমেট্রিক নিবন্ধন করছেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার রবি সংযোগটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন। এ সময় ম্যাশ অনিবন্ধিত সকল সিম দেশের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করে দেশের সকল নাগরিককে সিম নিবন্ধনের আহ্বান জানান।

সম্প্রতি মাশরাফি বিন মর্তুজা তার সিম নিবন্ধন করেছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সিম বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর এখন মোবাইল অপারেটর রবি। দেশের সব জনগণের মতো ক্রিকেটাররাও তাদের মোবাইল সিম নিবন্ধন করছেন বায়োমেট্রিক পদ্ধতিতে। গ্রাহকদের সিম নিবন্ধন করার সুযোগ দিতে দেশের সব রবি সেবাকেন্দ্র সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে অপারেটরটি।