English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০২:১০

অচেনা মুস্তাফিজ; ডিএল মেথডে হায়দ্রাবাদের হার

অনলাইন ডেস্ক
অচেনা মুস্তাফিজ; ডিএল মেথডে হায়দ্রাবাদের হার

গত একবছরের ফর্ম বিচার করলে আজ প্রথমবারের মতো দেখা গেল অচেনা এক মুস্তাফিজকে। গত ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট। অথচ আজ ২ ওভার বল করে থাকলেন উইকেট শূন্য। এই দুই ওভারেই রান দিয়েছেন ২১টি, যা মুস্তাফিজের নামের পাশে বেমানান। আর তার বোলিংয়ের অনুজ্জ্বলের দিনে ডিএল মেথডে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে ৩৪ রানের পরাজয় মানতে হয় হায়দ্রাবাদকে।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রাহানের উইকেট হারায় পুনে। পরে ডুপ্লেসিস ও স্টিভেন স্মিথ দলের রানের চাকা বাড়াতে থাকেন। দলীয় ৮০ রানে ডুপ্লেসিস ব্যক্তিগত ৩০ রানে আউট হলেও স্মিথ ৪৬ রানে অপরাজিত থাকেন। দলীয় ৯৪ রানে বৃষ্টি আসলে ডিএল মেথডে ৩৪ রানের জয় পায় ধোনির দল।

গত কয়েকটি ম্যাচে দারুন পারফর্ম করলেও আজকের ম্যাচে অনুজ্জ্বল ছিলেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। আজ দুই ওভার বোলিং করে ২১ রান দিলেও কোনো উইকেট পাননি বাংলাদেশের এই কাটার মাস্টার। হায়দ্রাবাদের পক্ষে হেনরিকস, নেহরা ও বিনয় কুমার একটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করে হায়দ্রাবাদ। দলের পক্ষে শিখর খাওয়ান সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া শেষ দিকে বিনয় কুমার ৮ বলে ২১ রান করে দলকে ১১৮ রানের পুঁজি গড়ে দেন।

পুনের পক্ষে অশোক দিন্দা তিনটি ও মার্শ দুটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন অশোক দিন্দা।