English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১০:৪০

বর্ণবৈষম্যের অভিযোগে দ. আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
বর্ণবৈষম্যের অভিযোগে দ. আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল-ফাইল ফটো

বর্ণবৈষম্যের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় এক বছরের জন্য ক্রিকেট ও রাগবিতে আন্তর্জাতিক টুনামেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সোমবার এই তথ্য নিশ্চিত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী ফিকিলি বালুলা।

দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, ক্রিকেট, রাগবি, এথলেটিকস ও নেটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চারটি ফেডারেশনই কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের খেলার যথেষ্ঠ সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের রাগবি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছিল দক্ষিণ আফ্রিকার রাগবি ইউনিয়ন। কিন্তু সরকারের এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে গেলেন সংগঠনটি। দেশটির সরকার বিগত ২০ বছর ধরে এসব ফেডারেশনকে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের দলে নেয়ার জন্য তাগাদা দিচ্ছিলো। কিন্তু ফেডারেশনগুলো বর্ণবৈষম্য করে।

ফিকিলি বালুলা বলেন, ‘আমি এথলেটিকস্ সাউথ আফ্রিকা, ক্রিকেট সাউথ আফ্রিকা, নেটবল সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকান রাগবির উপর নিষেধাজ্ঞা আরোপ করছি। তারা আগামী একবছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবেনা।’ দেশটির বড় পাঁচটি ফেডারেশনের মধ্যে শুধু ফুটবল ফেডারেশনই আশানুরুপ খেলোয়াড়দের সুযোগ দিতে পেরেছে।