English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১০:১৫

কলকাতার কষ্টার্জিত জয়, ব্যাট হাতে অচেনা সাকিব

অনলাইন ডেস্ক
কলকাতার কষ্টার্জিত জয়, ব্যাট হাতে অচেনা সাকিব

বল হাতে ৩ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নিয়ে ধোনিদের স্কোর বড় করতে দেননি সাকিব আল হাসান। কিন্তু গত দুই ম্যাচের মত এম্যাচেও 

ব্যাট হাতে অচেনা রূপে দেয়া যায় বিশ্বের এক নম্বর অলরাউন্ডকে।

কলকাতা টস জিতে পুনেকে আগে ব্যাট করতে পাঠায়। পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দলটি। সর্বোচ্চ রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে ৬৭। শেষ দিকে ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ধোনি।

জবাব দিতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় কেকেআরকে। ৩ বল হাতে রেখে উমেশ যাদবের ২ বলে ৭ রানের কল্যাণে জয় তুলে নেয় দলটি। সর্বোচ্চ রান এসেছে সুরিয়া কুমার জাদবের ব্যাট থেকে, ৪৯ বলে ৬০। মাঝখানে ইউসুফ পাঠান ২৭ বলে ৩৬ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন। এই জয়ের পর পাঁচ ম্যাচে ৪ জয় নিয়ে শীর্ষে শাহরুখের দল।