English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ২০:৩৭

কার্তিক ঝড়ে উড়ে গেল কোহলির শতরান

অনলাইন ডেস্ক
কার্তিক ঝড়ে উড়ে গেল কোহলির শতরান

ভিরাট কোহলির অনবদ্য শতরানের পরও গুজরাট লায়ন্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর।

রোববার রাজকোট ক্রিকেট এসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভিরাট কোহলি।

নিজের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে মাত্র ৬৩ বলে ১১ চার আর ১ ছক্কায় পূর্ণ করেন শতরান। শেষ পর্যন্ত গুজরাটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮১রানের।

জবাবে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জারের বোলারদের তুলোধুনো শুরু করেন ম্যাকুলাম ও স্মিথ। দলীয় ৪৭ রানে স্মিথ ফিরলেও সেই ঝড় থামেনি। আরো ব্যাপরোয়া গতিতে ব্যাট চালানো শুরু করেন রায়না ও দিনেশ কার্তিক। দিনেশ কার্তিক নিজের অর্ধশতরান পূর্ণ করেন মাত্র ৩৯ বল খেলে। গুজরাটের ম্যাকুলাম ৪২, রায়না ২৮, জাদেজা ১২ এবং জিবে ব্রাভো ৪ রানে অপরাজিত থাকেন। ফলে ৬ উইকেটে হাতে রেখে ম্যাচ জিতে নেয় গুজরাট লায়ন্স।

ম্যাচ সেরার পুরষ্কার নেন দিনেশ কার্তিক।