English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ০১:৪৮

মুম্বাইয়ের হার সঙ্গী হয়েছে

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ের হার সঙ্গী হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ ক্রিকেট আসরে আরও একটি হার সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। শনিবার রাতে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ১০ রানে হেরে গেছে রোহিত শর্মার দল। চলতি আসরে এটি শিরোপাধারী দলটির ছয় ম্যাচে চতুর্থ হার।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করেছে স্বাগতিক দিল্লি। সনজু স্যামসনের ৬০ (৪৮ বলে) এবং জেপি ডুমিনির হার না মানা ৪৯ (৩১ বলে) রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে জহির খানের দল। ফলে মুম্বাইয়ের জয়ের টার্গেট দাঁড়ায় ১৬৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংস ওপেন করতে নেমে শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ২০তম ওভারের তৃতীয় বলে রান আউট হওয়ার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৬৫ রান।

আইপিএলের ইতিহাসে এটি ছিল রোহিতের ২৮তম হাফসেঞ্চুরির (৫০ বা এর বেশি রান) ইনিংস। আইপিএলে যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ হাফসেঞ্চুরির রেকর্ড। অবশ্য ভারতের গৌতম গাম্ভীর ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করতে হচ্ছে তাকে। তবে রোহিতের এমন রেকর্ড মুম্বাইয়ের জয়ের জন্য যথেষ্ট হতে পারেনি।

রোহিতের ৬৫ রানের পাশাপাশি ক্রুনাল পান্ডে ৩৬ (১৭ বলে) এবং আমবতি রাইডু ২৫ (২৩ বলে) রান করেছেন। দলের বাকি ব্যাটসম্যানরা সফল হতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। দিল্লি ম্যাচ জিতে নেয় ১০ রানে।

প্রসঙ্গত, এই ম্যাচে রোহিতের পাশাপাশি একটি মাইলফলক ছুঁয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেপি ডুমিনি। ১৭তম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।