English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ২২:৪৩

মাশরাফি-তাসকিনের কন্ঠে ‘কোপা সামসু’ ! (ভিডিও)

অনলাইন ডেস্ক
মাশরাফি-তাসকিনের কন্ঠে ‘কোপা সামসু’ ! (ভিডিও)

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেসার তাসকিন আহমেদের ডাবস্ম্যাশ ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে বেশ আলোড়ন তুলেছে ভিডিও চিত্রটি। ডিজে রাহাতের ফিচারিংয়ে ‘কোপা সামসু’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন মাশরাফি ও তাসকিন। সঙ্গে ছিল র‌্যাপারদের মতো করে তাদের প্রাণবন্ত শারীরিক ভাষা। 

শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন তাসকিন আহমেদ। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে প্রথমে তাসকিনকে গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। এরপর তার পিছন থেকে হঠাৎ করে উদয় হন মাশরাফি। তারা গানটির ‘সামসু এখন সাভারে, কোপাইতে কইছে আমারে, সো কোপা কোপা কোপা’ অংশটুকুতে পারফর্ম করেন।

শুধু ক্রিকেটেই নয়, অন্য ক্ষেত্রেও সমান প্রতিভাধর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আর তারই প্রমাণ দিলেন তাসকিন আহমেদ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ দুজনের জুটি সব সময়ই বেশ প্রাণবন্ত। একসঙ্গে হলেই নতুন কিছুর জন্ম দেন। যেমন এক সময় জন্ম দিয়েছিলেন ‘চেস্ট বাম্প’র।

প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাসকিন আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন। আর মাশরাফি কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। শুক্রবার উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচে বোলিং করে একটি উইকেট নিয়েছেন বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ থাকায় বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তাসকিন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন