English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ০৮:৪০

মুস্তাফিজের হায়দরাবাদ জিতল দশ উইকেটে

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের হায়দরাবাদ জিতল দশ উইকেটে

আইপিএলে মুস্তাফিজুর রহমান শো চলছেই। বৃহস্পতিবার রাতে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে। গুজরাট লায়ন্সের বিপক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশি এই কাটার মাস্টার। ৪ ওভার বোলিং করে ৪.৭৫ ইকোনোমি রেটে দিয়েছেন মাত্র ১৯ রান। এছাড়া নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে তুলে নিয়েছেন একটি উইকেট। দুর্দান্ত এক স্লোয়ারে পরাস্ত করেছেন রবিন্দ্র জাদেজাকে।

মুস্তাফিজের পরে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। যে কারণে দশ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে মুস্তাফিজের দল হায়দরাবাদ।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৩৫ রান করেছে গুজরাট। জবাবে মাত্র ১৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেছে হায়দরাবাদ। 

লক্ষ্য তাড়া করতে নেমে খানিকটা ফর্মহীনতায় ভুগতে থাকা শিখর ধাওয়ান এগোচ্ছিলেন কচ্ছপ গতিতে। ভারতীয় ওপেনারের রানে ফেরা হায়দরাবাদের জন্য সুসংবাদই বটে। হ্যাঁ, গুজরাটের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছেন শিখর। ৪১ বলে ৫টি চারের মারে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। 

অপরদিকে ব্যাট হাতে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের কড়া শাসনে রাখেন ডেভিড ওয়ার্নার। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। আগের ম্যাচেও জয়ের নায়ক ছিলেন অসি এই ওপেনার। ম্যাচসেরার পুরস্কার উঠেছিল তার হাতে। গুজরাটের বিপক্ষেও ৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৭৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। তবে এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পাননি তিনি। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হায়দরাবাদেরই বোলার ভুবনেশ্বর কুমার।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন দলীয় অধিনায়ক সুরেশ রায়না। তার ৫১ বলের ইনিংসটি ছিল নয়টি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে। ১৪ রান করে মুস্তাফিজের শিকার হন রবিন্দ্র জাদেজা। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।

হায়দরাবাদের সেরা বোলার ৪ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার। মুস্তাফিজ দখলে নেন একটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পকেটে পুরেছেন বিপুল শর্মা, বারীন্দার স্রান ও দিপক হুদা।