English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২৩:৫০

বল ব্যাটে ছন্দ হারা সাকিব, পাঞ্জাবকে হারাল কলকাতা

অনলাইন ডেস্ক
বল ব্যাটে ছন্দ হারা সাকিব, পাঞ্জাবকে হারাল কলকাতা

বল হাতে উইকেটহীন আর ব্যাটিংয়েও ছন্দ হারা বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।  প্রথম দুই ম্যাচে একাদশে রাখা হয়নি সাকিবকে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ম্যাচে একাদশে রাখা হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু সাকিবের।  সে ম্যাচে তিন ওভারে  ১৮ রান দিয়ে উইকেটহীন ছিলেন এই অলরাউন্ডার।  গৌতম গম্ভীরের ঝড়োয়া ব্যাটিংয়ে ওইদিন ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিবকে।  

আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সাকিবকে দিয়ে চার ওভার বল করিয়েছেন গৌতম গম্ভীর।  দিয়েছেন ২৮ রান।  উইকেট না পেলেও দারুণ একটি ক্যাচ নিয়েছেন তিনি।   এরপর চাপ মুক্ত অবস্থায় ব্যাটিং করতে নেমেও ১৫ বলে মাত্র ১১ রান করে সন্দ্বীপের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিন সাকিব। 

তবে সাকিব অফ ফর্মে থাকলেও রবিন উথাপ্পা দ্রুত অর্ধশত রান আর অধিনায়ক গৌতম গম্ভীরের ৩৪ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে কলকাতা। 

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে, জিততে হলে কলকাতার প্রয়োজন ১৩৯ রান।

ম্যাচ সেরা হন রবিন উথাপ্পা