English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১২:৫২

হেইডেনের চোখে আইপিএলের সেরা বোলার মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
হেইডেনের চোখে আইপিএলের সেরা বোলার মুস্তাফিজ
গতকাল উইকেট লাভের পর মুস্তাফিজ

ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া দলের ওপেনিং ব্যাটম্যান। বর্তমানে তিনি আইপিএলের ধারাভাষ্যকার। ম্যাথু হেইডেনের মতে এবারের আইপিএলের সেরা দুই বোলার মুস্তাফিজুর রহমান ও জাসপ্রিত বুমরাহ। তবে স্লগ ওভারে মুস্তাফিজকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার।

সোমবার হায়দরাবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ে সময় দুই তরুণ পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাবেক বাঁহাতি ওপেনার।

অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার “আমার মতে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা দুজন বোলার মুস্তাফিজুর ও জাসপ্রিত বুমরাহ। দুজনই দারুণ বোলার। এই দুই তরুণ আর সবার চেয়ে এগিয়ে আছে।”

মুম্বাই ইনিংসের শেষের দিকের খেলা চলছে তখন। টিভিতে দর্শক জরিপের প্রশ্ন ছিল, স্লগ ওভারে বুমরাহ ও মুস্তাফিজের মধ্যে সেরা কে। তখন ৫২ শতাংশ ভোট পান বুমরাহ, ৪৮ শতাংশ মুস্তাফিজ। তবে হেইডেন বলেন, স্লগ ওভারে তিনি একটু এগিয়ে রাখবেন মুস্তাফিজকেই।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকায় এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন হেইডেন। আইপিএলের ধারাভাষ্যে স্মরণ করলেও সেই অভিজ্ঞতাও।

“এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি, দারুণ বোলিং করেছে। নিষ্প্রাণ উইকেট থেকে শুরু করে সব উইকেটের উত্তর জানা আছে তার। ওর ক্রিকেট মস্তিষ্ক দারুণ। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারে। এত কম বয়সী একজনের জন্য যেটি অসাধারণ ব্যাপার।”