English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২৩:৫৫

প্রথম জয় পেল হায়দ্রাবাদ, আজও অপ্রতিরোধ্য মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
প্রথম জয় পেল হায়দ্রাবাদ, আজও অপ্রতিরোধ্য মুস্তাফিজ
ডেভিড ওয়ার্নারের ড্রাইভ

ডেভিড ওয়ার্নারের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় আইপিএলএ প্রথম জয় পেল বাংলা কাটার মাস্টার মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন ১৪৩ রানে জয়ে লক্ষ্যে ব্যাট হাতে মুম্বাইকে একাই শাসন করেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ৫৯ বলে চার ছক্কা আর সাত চারে ৯০ রান করেন। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পায় হায়দ্রাবাদ।  এটি চলিত আসরে তাদের প্রথম জয়।

তবে সব কিছুকে ছাপিয়ে আজও সবার দৃষ্টি কেড়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভারে ২২ রান দিলেও শেষ দিকের দুই ওভারে দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজুর রহমান। এই ১২ বলে ১০ রান খরচ করে একটি উইকেট লাভ করেন তিনি।  মুম্বাইয়ের বড় স্কোর গড়ার স্বপ্ন ভেঙে দেন।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ করে মুম্বাই।  কাটার মাস্টার আক্রমণে আসেন ষষ্ট ওভারে। দেন ৯ রান। ওয়ার্নার তাকে দ্বিতীয় বার স্মরণ করেন ১৫তম ওভারে। এবার দেন ১৩ রান। তৃতীয়বার তাকে আক্রমণে আনা হয় ১৭তম ওভারে। এই ওভারটি ভাল করেন। দেন মাত্র ৪ রান। ১৯তম ওভারে শেষ বারের মতো আক্রমণে আসেন। চতুর্থ বলে হার্দিক পান্ডেকে দারুণ এক ইয়র্কারে ভড়কে দেন। এই ওভারে দেন ৬ রান।

হায়দ্রাবাদের এটি তৃতীয় ম্যাচ। আগের দুটিতে হেরেছে তারা। দুই ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। ওই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে আউট করেছিলেন তিনি। আর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। মুস্তাফিজের ইয়র্কারে উইকেটের ওপর মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। এই ডেলিভারিটি নিয়ে চারদিকে ইতিমধ্যে হৈচৈ শুরু হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে হায়দ্রাবাদ জয় পায় সর্বশেষ ২০১৪ সালে। এরপর তিন বার দেখা হয়েছে দুই দলের। তিনটিতেই হেরেছে হায়দ্রাবাদ।