English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৮:৪৪

আইপিএলে কোহলির চমক

অনলাইন ডেস্ক
আইপিএলে কোহলির চমক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলে বিরাট কোহলির চমক। ভারতের ঘরোয়া টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন কোহলি।

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫১ বলে ৭৫ রানের পর রোববার (১৭ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে ৪৮ বলে ৭৯ রান করেন ভারতীয় ব্যাটসম্যান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলার পথে এক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টিতে একক কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ড যে এখন তারই।

টি-টোয়েন্টিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫৭ ইনিংসে কোহলির রান ১৬৫৩। তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। এই মাঠে ৩৭ ইনিংসে গেইলের রান ১৫৭৮।

গেইলকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এতদিন টি-টোয়েন্টিতে একক কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক সামিত প্যাটেলকেও টপকে গেছেন কোহলি। ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেল নটিংহামের ট্রেন্ট ব্রিজে ৬৫ ইনিংসে ১৫৯৫ রান করেছেন। প্যাটেলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে একক কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক এখন কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও একক কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ড কোহলির। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ইনিংসে ৪৭২ রান করে রেকর্ডটি নিজের করে রেখেছেন ভারতীয় ব্যাটসম্যান।