English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৬ ০১:২০

মুস্তাফিজের ইয়র্কারে লণ্ডভণ্ড রাসেল, সাকিবদের বড় জয়

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের ইয়র্কারে লণ্ডভণ্ড রাসেল, সাকিবদের বড় জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারে খরচ করেন ৩ রান। দ্বিতীয় ওভারে ৫ রান। সেই তুলনায় তৃতীয় ওভারে একটু বেশি রান দেন, মাত্র সাত। কিন্তু দলীয় ১৪তম এবং ব্যক্তিগত ওই তৃতীয় ওভারেই মুস্তাফিজুর রহমান নিজেকে চেনালেন আরেকবার।

শনিবার হায়দরাবাদে মুস্তাফিজদের মুখোমুখি হয়ে ছিলো সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচের ব্যক্তিগত তৃতীয় ওভারে মুস্তাফিজ অসাধারণ এক ডেলিভারিতে দারুণ একটি উইকেট তুলে নিয়েছেন। তাঁর সেই ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে শুধু স্ট্যাম্পই লণ্ডভণ্ড হয়নি, কলকতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান আন্দ্রে রাসেলও লুটিয়ে পড়েন মাটিতে।

মুস্তাফিজের ওই দুর্দান্ত ইয়র্কারটি বোঝারই ক্ষমতা ছিল না এই ক্যারিবীয় ব্যাটসম্যানের। তাই ভূপাতিত হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

টাইগার কাটার মাস্টারের আইপিএল অভিষেকটাও দুর্দান্ত হয়েছিল। গত মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। সেদিন দলের বোলিং ব্যর্থতায় তিনি ছিলেন সবচেয়ে সফল বোলার।

মুস্তাফিজ আজ চার ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট পেয়েছেন। অন্যদিকে কলকাতার হয়ে আজ প্রথম মাঠে নেমে কোনো উইকেট পাননি বাংলাদেশের আরেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ওভার বল করে তিনি ১৮ রান দিয়েছেন।

অবশ্য এদিন মুস্তাফিজ কিছুটা সফল হলেও তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ হেরেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিবের কলকাতা আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে।

হায়দরাবাদের করা ১৪২ রানের জবাবে কলকাতা ১৮.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ৬০ বলে ৯০ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলের জয়ে মূল ভূমিকা রাখেন।