English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১২:২৫

বেড় মাসের ছোট্ট আরহামকে নিয়ে ওমরা করলেন তামিম

অনলাইন ডেস্ক
বেড় মাসের ছোট্ট আরহামকে নিয়ে ওমরা করলেন তামিম
তামিম ইকবাল সঙ্গে আরহাম ইকবাল

দেড় মাসের পুত্র ছোট্ট আরহাম ইকবাল খান নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দীকা।

শুক্রবার স্ত্রী-পুত্রকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি। এখনো সৌদিতেই অবস্থান করছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে সঙ্গে নিয়ে প্রকাশ করা ছবিতে এই খবর নিজেই জানিয়েছেন তামিম। নিজের ভেরিফাইড ফেসবুক ফ্যানপেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ছোট্ট আরহামের সঙ্গে আজ উমরাহ পালন করলাম। আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক তামেম এখন ছুটিতে আছে; আপাতত জাতীয় দলের কোনো সিরিজ নেই। অবশ্য চলতি মাসের ২২ তারিখেই নামতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে। তার আগে ছেলেকে নিয়ে ওমরাহ পালন। এর কয়েকদিন আগেই চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে তামিম-পুত্রের আকিকা।

গত বছরে ওয়ানডে বিশ্বকাপ থেকে ফিরেই ওমরাহ পালন করেন এই ক্রিকেটার। সেবার দেশে ফেরার পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামেন। সফলতাটাও ছিল চোখে পড়ার মতো। একদিনের ম্যাচে পরপর দুইটি সেঞ্চুরি আর সাদা পোশাকের টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ২০৬ রানের ইনিংস খেলেন তিনি।