English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১৯:৪৪

দীপিকার প্রেমে সাকিব!

অনলাইন ডেস্ক
দীপিকার প্রেমে সাকিব!
সাকিব-দীপিকা ফাইল ফটো

বিশ্বের নাম্বার ওয়ান অল রাউন্ডার সাকিব আল হাসান বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রেমে পড়েছেন। তবে সাকিবের এই প্রেমের তালিকায় আরো আছেন কাজল-ক্যাটরিনার মত তারকারা।

আইপিএলে খেলছেন শাহরুখ খানের দলে হয়ে খেললেও সাকিবের পছন্দ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকেও।সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব বলিউড তারকাদের নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন। তবে, শুধু শাহরুখ-আমির কিংবা দীপিকাই নন, সাকিবের পছন্দের তালিকায় আরও বেশ কয়েকজন তারকা রয়েছেন।

সাকিব বলেন, ‘শাহরুখ খান ছাড়াও আমার পছন্দ আমির খানকে। এছাড়া অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দ কাজল, ক্যাটরিনা। তবে সম্প্রতি দীপিকা পাডুকোনকে বেশ ভাল লাগছে। আমি তার অভিনীত পিকু সিনেমা আমার ভাল লেগেছে।’  মজার ব্যাপার হল, সাকিব যেমন শাহরুখের ভক্ত, শাহরুখ নিজেও কিন্তু সাকিবের বড় ভক্ত। তবে দীপিকা পাডুকোন সাকিবের ভক্ত কি না, সে বিষয়ে জানা যায়নি কিছু। তবে, রণবীর সিং-এর গার্লফ্রেইন্ড-এর মনের কথাটাও যদি জানা যেত, তাহলে মন্দ হত না।

নবম আইপিএলে এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি সাকিবের। কলকাতার প্রথম দুটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না তিনি। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে তৈরি সাকিব।