English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ০১:৪২

হায়দ্রাবাদের টিম মিটিংয়ে থাকেন না মুস্তাফিজ!

অনলাইন ডেস্ক
হায়দ্রাবাদের টিম মিটিংয়ে থাকেন না মুস্তাফিজ!

সানরাইজার্স হায়দ্রাবাদের টিম মিটিংয়ে থাকেন না বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এমনটাই জানিয়েছেন দলটির ম্যানেজার বিজয় কুমার।

বিজয় কুমার বলছেন, ‘ও আমাদের আলোচনার তেমন কিছু বুঝতে পারে না। ভাষটা এখনো ঠিকমতো রপ্ত করে পারেনি। তবে ক্রিকেটীয় বিষয়গুলো সহজেই ধরতে পারে। তাই মিটিং শেষে ওকে সেই সব কথাই বলা হয়। সব আলোচনার শোনার দরকার পড়ে না।’

মুস্তাফিজ ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। ভাষাগত ব্যাপারটাও সমাধান করার চেষ্টা করছে। তাকে দুই-একটা শব্দে সংক্ষেপে বলা হয়, যাতে সহজেই বুঝে নিতে পারে। তবে ক্রিকেটের বিষয়গুলো তার বুঝতে কোনো অসুবিধা হয় না। যেহেতু ইংরেজি ভালো বোঝে না, তাই আমাদের টিম মিটিংয়ে আলোচনায় ওভাবে অংশ নিতে পারে না। কিন্তু সহজ জিনিসগুলো বুঝতে পারে। দলের সবার সঙ্গে ভালোভাবেই মিশতে পারছে সে।’ বলেন বিজয় কুমার।

মুস্তাফিজের প্রতি দারুণ খুশি হায়দ্রাবাদের মালিকপক্ষ। রোজ বালকের খবর নেয়া হয়। আর হবেই বা না কেন, প্রথম ম্যাচে যে ঝলক তিনি দেখিয়েছেন তাতে প্রতি বছর বিস্ময় বালককে দলে রাখতে চাইবে তারা। এ আর বিস্ময়ের কী।