English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৩:৪২

বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল

অনলাইন ডেস্ক
বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল

আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে তফসিল ঘোষণা করেছে সংস্থাটির নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ। এবারের নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে মুখোমুখি হতে হবে তীব্র প্রতিদ্বিন্দ্বীতার।

গতকাল বুধবার বাফুফে ভবনে এসব বিষয় নিশ্চিত করেছেন বাফুফে নির্বাচন কমিশনার মেজবাহউদ্দীন।

বহুল আকাঙ্ক্ষিত বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল। নির্বাচনের জন্য এরইমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রার্থীরা। চলছে প্রস্তুতি। এবার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলো বাফুফের নির্বাচন কমিশন। ১৬ ও ১৭ এপ্রিল দেয়া হবে মনোনয়নপত্র। ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ এপ্রিল বাফুফের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে। নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার জন্য বেশ কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে কমিশন।

নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য এএফসি থেকেও একজন পর্যবেক্ষক আসার কথা নিশ্চিত করেছে বাফুফে। এবার বাফুফে ভবনের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে হোটেল রেডিসনে। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।