English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৯:৫৮

কলকাতাকে শাহরুখের কড়া নির্দেশ

অনলাইন ডেস্ক
কলকাতাকে শাহরুখের কড়া নির্দেশ

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। রূপালি পর্দায় তিনি কিং খান বা বাদশা নামে জনপ্রিয়। তবে তার বাদশাহী মুম্বাইয়ের কাছে গিয়ে বারবার হোচট খায়। তাই এবার তার কেকেআরের সৈনিকদে কড়া নির্দেশ দিলেন বাদশা নিজে। অন্তত মুম্বাইয়ের লড়াইটায় জিতো।

২০১২ সালের নিজের শহরে সেই অপমান হয়েছেন বাদশা। তাই ঠাণ্ডা মাথায় এবার সিদ্ধান্ত নিলেন খেলার মাঠেই অপমানের জবাব দিতে হবে। ইতোমধ্যে তার নির্দেশনা পেয়ে সমর কৌশলী ক্যালিস, সেনাপ্রধান গাম্ভির, সিপাহী সাকিবরা নিজেদের কঠিন পণে আবদ্ধ করেছেন জিততেই হবে। বাদশার নির্দেশ! আর সেই অপমানের বদলা যেন দলকে দিয়ে মাঠেই নিতে চান বাদশাহ।

আইপিএলের নবম আসরে আজ ফের সেই মহাযুদ্ধ। এর আগে মোট ১৬ বার আইপিএলে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। কী ছিল সেই ম্যাচগুলির ফলাফল? এক নজরে দেখে নেওয়া যাক সঙ্গের গ্যালারিতে—

২৯ এপ্রিল ২০০৮: দুই দলের প্রথম টক্করে সাত উইকেটে জেতে মুম্বই। ম্যান অব দ্য ম্যাচ হন সনত্ জয়সূর্য। ১৬ মে, ২০০৮: ফিরতি ম্যাচেও বদলায়নি ফলাফল। ইডেনে ৮ উইকেটে জেতে মুম্বই। ম্যান অব দ্য ম্যাচ হল শন পোলক। ২৭ এপ্রিল, ২০০৯: পোর্ট এলিজাবেথে সে বার ৯২ রানে জেতে মুম্বই। একাই ম্যাচ জিতিয়ে দেন সচিন তেন্ডুলকর। ১ মে, ২০০৯: ইস্ট লন্ডনে সে বার জেতা ম্যাচ হাতছাড় করে নাইটরা। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই। ২২ মার্চ ২০১০: ব্রাবোর্নের সেই ম্যাচে ব্যাট হাতে ফের ঝলসে ওঠেন সচিন। ৭ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। ১৯ এপ্রিল, ২০১০: মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলে প্রথম জয় নাইটদের। ৯ উইকেটে ম্যাচ জেতে কলকাতা। ম্যান অব দ্য ম্যাচ হন মুরলি কার্তিক। ২২ মে, ২০১১: ইডেনে সে বার নাইটদের ৫ উইকেটে হারায় মুম্বই। ম্যাচ অব দ্য ম্যাচ হন জেমস ফ্র্যাঙ্কলিন। ২৫ মে, ২০১১: ফিরতি ম্যাচেও নাইটদের ৪ উইকেটে হারায় মুম্বই। সৌজন্যে মুনাফ পটেলের অসাধারণ বোলিং। ১২ মে, ২০১২: রোহিত শর্মার ব্যাটের দাপটে ইডেনে ২৭ রানে জেতে মুম্বই। ম্যান অব দ্য ম্যাচও তিনিই। ১৬ মে, ২০১২: সুনীল নারিনের জাদুতে মুম্বইকে তাদের ঘরের মাঠে ৩২ রানে ম্যাচ হারায় কলকাতা। ২৪ এপ্রিল, ২০১৩: ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়েন স্মিথের দাপটে ইডেনে ৫ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। ৭ মে, ২০১৩: ফিরতি ম্যাচেও জেতে মুম্বই। সচিনের দাপটে ৬৫ রানে জেতে মুম্বই। ১৬ এপ্রিল, ১০১৪: আবু ধাবির সেই ম্যাচে মুম্বইকে একাই শেষ করে দেন জাক কালিস। নাইটরা ম্যাচ জেতে ৪১ রানে। ১৪ মে, ২০১৪: রবিন উথাপ্পার দাপটে ৬ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। ৮ এপ্রিল, ২০১৫: ইডেনে গত বছরের সেই ম্যাচে টিমগেমে ভর করে মুম্বইকে হারিয়ে দেয় কলকাতা। ম্যাচের সেরা হন মর্নি মর্কেল। ১৪ মে, ২০১৫: ফিরতি ম্যাচে হার্দিক পাণ্ড্যর ব্যাটের দাপটে বড় রান করে মুম্বই। ইউসুফ পাঠানের ব্যাট ঝলসে উঠলেও ৫ রানে হার হয় নাইটদের।