English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ২৩:২৩

অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন মুস্তাফিজ
উইকেট লাভের পর উদযাপন করছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলএ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন টাইগার মুস্তাফিজ। বিরাট কোহলির বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের কাছে যখন অসহায় রাইজার্স হায়দরাবাদের বোলাররা।

তখন নবম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। তোপের মুখেও চার ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। বেঙ্গালুরুর বিগ স্কোর ম্যাচে মাত্র ২৬ রান দিয়ে দলের সেরা বোলার হলেন বাংলার এই কাটার মাস্টার।

এদিন আইপিএলএর সফল ব্যাটসম্যান এবি ডি ভিলিয়াস ও শেন ওয়াটসনকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। এবি ৪২ বলে ৮২ রানে আর এবারের আইপিএলএর সবচেয়ে দামী খেলোয়ার শেন ওয়াটসনকে ১৯ রানে পেভিলিয়নে পাঠান তরুন এই কাটার।