English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০১:২৬

ফিঞ্চের ঝড়ো ইনিংসে জিতল নবাগত গুজরাট

অনলাইন ডেস্ক
ফিঞ্চের ঝড়ো ইনিংসে জিতল নবাগত গুজরাট

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সোমবার মুখোমুখি হয় নতুন দল গুজরাট লায়ন্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালিতে টস জিতে প্রথমে কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাট করতে আমন্ত্রণ জানান গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না। 

 প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ফিঞ্চের ঝড়ো ইনিংসে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।   গুজরাটের ইনিংসে ব্যাট হাতে ৪৭ বলে ৭৪ রান করেন অ্যারোন ফিঞ্চ। তার ইনিংসে ১২টি চারের মার থাকলেও কোনো ছক্কার মার ছিল না। এ ছাড়া দিনেশ কার্তিক ২৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলের জয় সহজ করে দেন। ২০ রান করেন অধিনায়ক সুরেশ রায়না।   বল হাতে পাঞ্জাবের সন্দীপ শর্মা, মিশেল জনসন, মার্কাস স্টয়েনিস ও প্রদীপ সাহু ১টি করে উইকেট নেন।   এর আগে পাঞ্জাবের ১৬১ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন মুরালি বিজয়। ৩৮ রান আসে মানান ভোহরার ব্যাট থেকে। ৩৩ রান করেন মার্কাস স্টয়েনিস। বল হাতে গুজরাট লায়ন্সের ডোয়াইন ব্রাভো ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। এ ছাড়া ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।   ম্যাচসেরা হন অ্যারোন ফিঞ্চ।