English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৯:৩৪

আইপিএল থেকে হার্ষা ভোগলের রহস্যজনক বিদায়

অনলাইন ডেস্ক
আইপিএল থেকে হার্ষা ভোগলের রহস্যজনক বিদায়
হার্ষা ভোগলে

আইপিএলের জন্মলগ্ন থেকেই এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। এ বারের নিলামেও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই হঠাৎ অপসারণে বেশ চমকে গিয়েছে বিশ্ব ক্রিকেট অঙ্গনের দর্শক স্রোতাদের।

ঠিক কী কারণে সরানো হল হার্ষাকে? বিসিসিআইয়ের তরফে সরকারি ভাবে কিছু জানানো না হলেও একজন কর্মকর্তা বলেন, “ধারাভাষ্যকারদের ক্ষেত্রে আমরা বেশ কিছু নীতি মেনে চলি। এর মধ্যে প্রধান হল বাকি ধারাভাষ্যকারদের মতামত। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মতামতকেও গুরুত্ব দেওয়া হয়।”  তবে কি হার্ষার বিরুদ্ধে মতামত জানিয়েছিলেন কেউ? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি। হার্ষাের অপসারণের পিছনে অবশ্য অন্য কারণ দেখছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, টি-২০ বিশ্বকাপের একটি ম্যাচে নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন হার্ষা। সেই ঝামেলার রেশ থেকেই হয়ত এই অপসারণ।

হার্ষা নিজে অবশ্য জানিয়েছেন, সরকারি ভাবে তাঁকে এখনও কিছু জানানো হয়নি। তবে তিনি যে আইপিএলে থাকছেন না, তা জানিয়ে টুইটারে তিনি বলেন, “আইপিএলের অংশ হতে পারলে ভাল লাগত। এটা আমার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট। আইপিএলের সাফল্য কামনা করি।”