English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৮:৫৯

কেকেআরের মুখোমুখি দিল্লি

অনলাইন ডেস্ক
কেকেআরের মুখোমুখি দিল্লি
দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্স লোগো ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় দিনের খেলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

 

এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। সঙ্গে নতুন কোচ। জ্যাক ক্যালিস। এ যেন নতুন বোতলে পুরনো মদ। চেহারা নতুন হলেও কেকেআরের সবই প্রায় পুরনো মুখ। নতুন ভুমিকায় শুধু জ্যাক ক্যালিস। গৌতম গাম্ভীরের নেতৃত্বে সাকিব আল হাসান, পিযুশ চাওলা, ইউসুফ পাঠান, ব্র্যাড হজ, মরনে মর্কেল, সুনিল নারাইন, আন্দ্রে রাসেলরা রয়েছেন দলে।   কেকেআরে এবার নেই চেনামুখ ডাচ ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। বাদ দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও। সুতরাং, নতুন-পুরনো মিলিয়ে দুর্দান্ত একটি দল হিসেবেই মাঠে নামছে নাইট শিবির। তবে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় সুখবর হচ্ছে, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে দলের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিনের ওপর থেকে বোলিংয়ের নিষেধাজ্ঞা উঠে গেছে।   অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলস দলটাও বেশ শক্তিশালী। অভিজ্ঞ জহির খানের নেতৃত্বে দলটিতে খেলছেন কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহিরের মতো খেলোয়াড়রা।   আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা এনে দেওয়া কার্লোস ব্রাফেটও। এ ছাড়া থাকছেন সঞ্জু স্যামসন, পাওয়ান নেগি, অমিত মিশ্রর মতো দেশি খেলোয়াড়রা।   এবারের আসরে দুই দলেরই এটা প্রথম ম্যাচ। আগের দিন উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে টুর্নামেন্টের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।