English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১৯:৪৮

পুরো পরিবার নিয়ে ভারতে মাশরাফি

ষ্টাফ রিপোর্টার
পুরো পরিবার নিয়ে ভারতে মাশরাফি

এশিয়াকাপ ও সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সময় পার করার পর কয়েকদিনের ছোট্ট ছুটি পেয়েছেন টাইগাররা। তাই পৃথিবীর স্বর্গ উদ্যান খ্যাত কাশ্মীরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পুরো পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বছরের শেষ দিকে অল্প কয়েকদিনের ছুটি পেয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার গেলেন ভারতে।

বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ সকালে ভারতের উদ্দেশ্যে রওনা  দেন। সফরে তার সঙ্গে রয়েছেন- স্ত্রী এবং দুই সন্তান, বাবা-মা, ছোট ভাই, খুব কাছের এক বন্ধু এবং বাসার গৃহকর্মী। জেট এয়ারওয়েজের ফ্লাইটে প্রথমে দিল্লি যাবেন তারা এরপর রওনা হবে নয়নাভিরাম কাশ্মীরের উদ্দেশ্যে।

আগামী ১৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে মাশরাফির। দেশে ফিরে ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পরবেন মাশরাফি। ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।