English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১২:৩৫

জমকালো আয়োজনে আইপিএলের পর্দা উঠছে আজ

অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনে আইপিএলের পর্দা উঠছে আজ
আইপিএল লোগো

আজ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এবারো জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হবে জনপ্রিয় এ ভারতীয় ক্রিকেট লিগের। শনিবার থেকে মাঠে গড়াবে (আইপিএল)-এর নবম আসরের খেলা।

এবারের আসরে পারফর্ম করবেন মার্কিন গায়ক ক্রিস ব্রাউন, সেইসঙ্গে বলিউডি নায়ক-নায়িকারাও মঞ্চ কাঁপাবেন। রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, হানি সিংহর মতো তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে।

এখানেই শেষ নয়, দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘ চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচবেন ডিজে ব্রাভো ও ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট টিমের সদস্যরা। ইংল্যান্ডকে হারানোর পর মাঠে ব্রাভোদের ‘ চ্যাম্পিয়ন’ গানটির সঙ্গে নৃত্য দারুণভাবে মন কেড়েছিল দর্শকদের।

তারকাদের পাশাপাশি ২০০ জন ড্যান্সারও পারফর্ম করবেন এই জমকালো আয়োজনে। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায়। দুইটি ক্যাটাগরিতে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার এবং ১৫ হাজার টাকা। অন্য যেকোনো আয়োজনের চেয়ে এবারের আসর বেশি জাকজমকপূর্ণ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস’র মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল সিজন নাইন। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।