English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১১:৪০

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে পাত্তাই দিলোনা উলফসবুর্গ!

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে পাত্তাই দিলোনা উলফসবুর্গ!
রিয়ালের জালে উলফসবুর্গের গোল

লা লিগায় ক্যাম্প ন্যু তে বার্সাকে হারিয়ে যখন ডানা মেলে উড়ছিল রোনালদো বেনজামার রিয়াল। ঠিক তখনই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে উলফসবুর্গের কাছে ২-০ গোলে হেরে ১২ বছর আগের পুরনো স্মৃতি তাড়া করছে এখন রিয়ালকে।

সেমিতে যেতে হলে দ্বিতীয় লেগে একই দলের বিপক্ষে কমপক্ষে ৩-০ গোলে জিততে হবে রিয়ালকে।  ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, রিয়ালের মাঠে। ১২ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে এভাবে হেরেছিল রিয়াল। ২০০৪ সালের এপ্রিলে সেবার প্রতিপক্ষ ছিল বুরুসিয়া ডর্টমুন্ড।

গত রাতে উলফসবুর্গ অবশ্য বিতর্কিত একটি পেনাল্টি পেয়ে যায়। ১৮তম মিনিটে রদ্রিগেজ সেই পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। মিনিট সাতেক বাদে আর্নল্ড ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিয়ালকে আর খুঁজেই পাওয়া যায়নি।

রিয়াল গোলরক্ষক নাভাস চ্যাম্পিয়ন্স লিগে ৭৩৮ মিনিট পর গতকাল প্রথম গোল হজম করেন। আর তাতেই দলের বারোটা বেজে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। ম্যাচ হেরে রিয়াল কোচ জিদান বলছেন, শুরু থেকে তার দল পূর্ণ মনোযোগ দিয়ে খেলতে পারেনি। তার জন্যই এই হার। ‘আমাদের বিশ্রাম নিতে হবে। তারপর ফিরতি লেগ নিয়ে ভাবতে হবে। কেননা এখনো আমাদের সবকিছু পরিবর্তন করার সুযোগ আছে।’