English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ২০:৫৪

ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান

অনলাইন ডেস্ক
ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান

দেশের ফুটবল অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে বাঁচাও ফুটবল।

বাঁচাও ফুটবল সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জান‍ায়।

বাফুফে’র নির্বাচনকে সামনে রেখে বুধবার (০৬ এপ্রিল) পাপনের গুলশানের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় দুই পক্ষের মধ্যে। সেখানেই বিসিবির সভাপতির মারফত প্রধামন্ত্রীর কাছে নিজেদের আকুতি জানায় বাঁচাও ফুটবল এর সদস্যরা।

বৈঠক শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, আমরা বিসিবি সভাপতির কাছে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নানা দুর্নীতি সম্পর্কে একটি চিত্র উপস্থাপন করেছি। বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক, তাই তার মাধ্যমে দেশের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা ও বক্তব্য তুলে ধরার আবেদন করেছি।

তিনি এ ব্যাপারে আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই বাফুফের একটি স্বচ্ছ ও দেশের ফুটবলকে সঠিকভাবে চালনা করতে একটি যোগ্য কমিটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন বলেন, আমি ফুটবলার ও সংগঠকদের কথা শুনেছি, তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দুই/তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো।

এসময়ে সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার, কায়সার হামিদ, জাকারিয়া পিন্টু, কোচ শফিকুল ইসলাম মানিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্সসহ ফুটবল সংগঠক-খেলোয়াড়রা এ সময় উপস্থিত ছিলেন।