English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ২১:৪৯

আইপিএল খেলতে ভারতে পৌঁছেছেন সাকিব ও মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
আইপিএল খেলতে ভারতে পৌঁছেছেন সাকিব ও মুস্তাফিজ

ভারতের মাটিতে কদিন হলো শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। তবে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তের আলোচনার কেন্দ্র বিন্দুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে। বাংলাদেশের থেকে আইপিএলএ খেলতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।   গত দুই আসন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি সাকিব। প্রথমবারের মতো নরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলবেন দেশসেরা পেসার কাটার মুস্তাফিজ। ভারত যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেন সাকিব।   এর আগে আইপিএলে সাকিব কলকাতার হয়ে দু’বার ছিলেন। ব্যাটে বলে অনবদ্য পারফর্মেন্স করা এই অলরাউন্ডারকে আগে থেকেই নিজেদের দলে রেখে দিয়েছে কলকাতা। শাহরুখ খানেরও অনেক পছন্দ সাকিবকে। তাছাড়া কলকাতাবাসীর ভালোবাসাও পেয়েছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচ কলকাতার ইডেনে খেলেছেন তিনি। সেখানে অনেকেই শুধু সাকিবের খেলা দেখতেই মাঠে জড়ো হয়েছিলেন।   এদিকে প্রথমবার আইপিএল খেলতে গেলেও ভয় পাচ্ছেন না মুস্তাফিজ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ অনাপত্তিপত্র (এনওসি) নিতে আসেন মুস্তাফিজ। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেননি তিনি। এক প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘ আসলে সেভাবে ভয় পাচ্ছি না। আইপিএল খেলতে একা যাচ্ছি এটাতেই একটু ভয় লাগছে। তবে খেলা নিয়ে কোনও ভয় নেই। যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই।’