English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ২১:০৭

বিশ্বকাপ জিততে ওয়েস্টি ইন্ডিজের লক্ষ্য ১৫৬ রান

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ জিততে ওয়েস্টি ইন্ডিজের লক্ষ্য ১৫৬ রান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রপিতে চুমু খেলে ক্যারিবীয়ানদের ১৫৬রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। রোববার কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। চতুর্থ উইকেট জুটিতে  জো রুট ও ব্যাটলারের ব্যাটিং দৃড়তায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে ক্রিকেটেরে জনকরা।

ইংলিশ ব্যাটম্যানদের মধ্যে  ৫৪রান করেন জো রুট করেন। বিশ্বকাপের ফাইনালে এটি দ্রুততম হাফ সেঞ্চুরি। তার আগে আছেন কুমারা সাঙ্গাকারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রার্থওয়েট ২৩ রানে নেনে ৩ উইকেট, ব্রাভো ৩৭ রানে ৩ উইকেট এবং ১৬ রান দিয়ে ২ উইকেট নেন ব্যাডরি।