English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৯:১১

অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন আফ্রিদি

 

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন শহিদ আফ্রিদি।  আজ রোববার এ ঘোষণা দেন তিনি।

আফ্রিদি জানান, পাকিস্তানের ভক্ত এবং পুরো বিশ্বের সকল সমর্থকদের জানাতে চাই আমি আর জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদে থাকছি না। একান্ত নিজস্ব সিদ্ধান্ত থেকে আমি দলপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

আফ্রিদি আরও জানান, দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়ে আমাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড গর্বিত করেছে। তিন ফরমেটে খেলার সুযোগ দেওয়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। অধিনায়কের পদ ছেড়ে দিলেও আমি টি-টোয়েন্টিতে নিজ দেশের হয়ে খেলা চালিয়ে যাব। এমনকি বিশ্বের যেকোনো প্রান্তে আমি ক্রিকেটের এই ফরমেটে খেলে যাব।

এর আগে, এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ হয় পাকিস্তান দল। দেশটির ক্রিকেট-নীতিনির্ধারকরা তদন্ত কমিটি গঠন করে আফ্রিদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দিতে বোর্ডের কাছে সুপারিশ করে।