English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৭:৫৩

ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিশ্বকাপ জয়

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিশ্বকাপ জয়

ইতিহাস গড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ফাইনালে অস্ট্রেলিয়ান মেয়েদে দেয়া ১৪৯ রানের বড় লক্ষ্য তাড়া করে মাত্র ২ উইকেট হরিয়ে অবিস্বরণীয় এই জয় পায় ক্যারিবীয়ান মেয়েরা।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। যদিও তাদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। এলিসে ভিলানি (৫২) ও অধিনায়ক মেগ ল্যানিং (৫২)রানে সুবাধে  ১৪৮ রানের বিগ স্কোর গড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে গত তিনটি আসরের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়া নারীদের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে শুরুতে দারুন সাবধানি ব্যাটিং করেছিল ক্যারিবীয়রা। প্রথম দুই ওভারে রান তুলেছিল মাত্র ৩। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ছিল ৪৫ রান। 

তবে এরপরই ঝড়ো ব্যাটিং শুরু করেন হেইলি ম্যাথিউজ। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১৩.৩ ওভারে শতরানের কোঠা পার করে তারা।

ম্যাথিউস ও টেলারের ব্যাটিং দৃড়তায় মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের তীরে যখন নোঙ্গর করে।  ব্যক্তিগত (৬৬) রানে আউট হয়ে যান ম্যাথিউস।  তার তাকে অনুসরণ করে সাজঘরে ফিরেন (৫৯) করা টেলরও।  শেষ ওভারে প্রয়োজন ছিলো ৩রানে সেকাজটি করেন বাকি ব্যাটসম্যানরা।  শেষ পর্যন্ত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেরও শিরোপা জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ মেয়েরা।