English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ০৩:২৬

এগিয়ে থেকেও বেঞ্জমা রোনালদোর গোলে বার্সার হার

অনলাইন ডেস্ক
এগিয়ে থেকেও বেঞ্জমা রোনালদোর গোলে বার্সার হার
বেঞ্জামার অসাধারণ কিক

বেঞ্জামা আর ক্রিশ্চিয়ানো রোনালদো গোলে ‘ক্যাম্প ন্যু'’ জয়ের ধারা অক্ষুণ্ন রাখতে পারলনা বার্সা। ‘ক্যাম্প ন্যু’ তে খেলার শুরু থেকে দারুন আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয় মেসি-নেইমাররা। সহজ সুযোগ পেয়েও প্রথমার্ধে কাজে লাগাতে পারেননি সুয়ারেয। তাছাড়া ভাগ্যদেবীও আজ বার্সা বিপক্ষেই থেকেছে। কারণ মেসির পরিষ্কার পেনাল্টিও প্রত্যাখান করেছে রেফারি। 

রোববার ক্যাম্প ন্যু'র খেলা মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী। এদিনে শুরুতে বার্সার সদ্য প্রয়াত সাবেক খেলোয়ার জন কুইফ স্বরণে একমিটিন নিরবতা পালন করা হয়। এসময় গ্যালারিতেও  তার নাম ভেসে উঠে।  

দ্বিতীয়ার্ধে বল নিজেদেরে নিয়ন্ত্রণে রেখে ৫৬ মিনিট পিকের গোলে এগিয়ে যায় বার্সা, তবে তার আগে নাভাসের অতিমানবীয় সেইভ কয়েকটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় মেসিরা।

তবে রিয়াল তাদের পেশা দারিত্ব আর কাউন্টার অ্যাটাকিং এর জন্য বরাবারই বিখ্যাত। ৬২ মিনিটে করিম বেঞ্জমার অসাধারণ গোলে এ সমতায় আসে রিয়াল, তবে খেলার ৮৫ মিনিটের মাথায় লিগে নিজের ২৯তম গোল করে রিয়াল মাদ্রিদের জয় এনে দেন রোনালদো।  শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

লা-লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচ শেষে রিয়াল থেকে ৭ পয়েন্ট এ এগিয়ে আছে বার্সেলোনা। মঙ্গলবার বিগ ম্যাচ চ্যাম্পিয়ান লিগের এটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।