English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১১:০৪

সাংবাদিকের গায়ে হাত দিলেন ধোনি (ভিডিও)

অনলাইন ডেস্ক
সাংবাদিকের গায়ে হাত দিলেন ধোনি (ভিডিও)

বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে জিতে যায় ইন্ডিয়া। সে যাত্রায় রক্ষা পেলেন ঠিকই ক্যাপ্টেন কুল। কিন্তু গতকাল নিজ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এমন সূচনীয় হারের পর প্রশ্ন উঠতে পারেন ধোনিকে নিয়ে। মাঠেই সব সমালোচনার জবাব দিয়েছেন ভারতীয় এই ক্যাপ্টেন। এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে প্রশ্ন: আপনি কি এবার অবসরে যাচ্ছেন?

তার উত্তরে বিশ্বকাপ কাভার করতে আসা বিদেশী এক সাংবাদিকের সঙ্গে মজাই করে কাছে ডেকে নিয়ে  বসলেন ধোনি। এসময় ধোনি ওই সাংবাদিকের ঘাড়ের ওপর একটি হাত দিয়ে রাখলেন। তখন অন্যসাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে খুব কৌতুহল জম্মে। তবে না ধোনি তার গায়ে হাত তুলেছেন ঠিকই তাকে মারেননি। কথা শেষে জানালেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের কোন ইচ্ছে নেই ভারতীয় অধিনায়কের।

ধোনি এবং ওই সাংবাদিকে মধ্যকার কথোপকথন:

ধোনি: তুমি কি চাচ্ছো আমি অবসরে যাই!

সাংবাদিক: না, আমি শুধু জিজ্ঞাসা করছি।

ধোনি: আমি ভেবেছিলাম এ প্রশ্নটি ভারতের কোন সাংবাদিক করবে! কিন্তু তুমি করে ফেললে। যাই হোক তুমি কি মনে করেছো আমি আনফিট?

সাংবাদিক: না।

ধোনি: তুমি আমার দৌঁড়ানো দেখেছো?

সাংবাদিক: ভেরি ফাস্ট।

ধোনি: আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবো না?

সাংবাদিক: হ্যাঁ, কেনো নয়।

ধোনি: তুমি তোমার উত্তর পেয়ে গেছো।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন