English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১০:১১

ভারতের হারে দেশ জুড়ে বিজয় উল্লাস

অনলাইন ডেস্ক
ভারতের হারে দেশ জুড়ে বিজয় উল্লাস

স্পোর্টস ডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিদায় ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উল্লাস ছড়িয়ে পড়ে বাংলাদেশজুড়ে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এখন চলছে বিজয় উল্লাস। যেন এ বিজয় ওয়েস্ট ইন্ডিজ নয়, তা বাংলাদেশের!

এ দিন মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে মাঠে নেমেছিলো ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত  জয়ের জন্য তাদেরকে ১৯৩ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। এর জবাবে ব্যাট করতে নেমে লেন্ডন সিমন্সের দুই বার জীবন ফিরে পাওয়া এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ২০ বরে ৪৩ রানের ইনিংসের ওপর ভর করে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্যামির দল।

বিশ্বকাপের বাছাইপর্বে দুই টাইগার বোলার আরাফাত  সানি এবং তাসকিন আহমেদের সন্দেহজন বোলিং অ্যাকশনের অভিযোগ এবং চেন্নাইয়ে পরীক্ষার নামে প্রহস নিয়ে কম জল ঘোলা হয়নি ক্রিকেট পাড়ায়। এমনকি তাসকিনের ক্ষেত্রে আইসিসি তার নিজের তৈরি নিয়ম ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে আগে থেকেই টাইগার ক্রিকেট প্রেমীদের মধ্যে ভারতীয় ক্রিকেট বিদ্বেষ ভর করে ছিলো। 

আর তাই ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে তারা সবাই ফেটে পড়েছে বিজয়ের উল্লাসে!