English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৯:৪৫

ব্যাটিংয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক
ব্যাটিংয়ে ভারত

টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলতে লড়াই করবেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে মুম্বাইয়ে টস জিতেছেন ক্যারিবীয় দলপতি ড্যারেন সামি। সেই হিসেবে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্যামি।

ভারতীয় দলে আজ দুটি পরিবর্তন এসেছে। রানখরায় ভোগা ওপেনার শিখর ধাওয়ান এবং ইনজুরিতে আক্রান্ত যুবরাজ সিং দলের সাথে নেই আজ। তাদের পরিবর্তে দলে এসেছেন আজিঙ্কা রাহানে ও মনীষ পান্ডে। ক্যারিবীয় একাদশেও পরিবর্তন এসেছে। দলে নেই আন্দ্রে ফ্লেচার। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন লেন্ডল সিমন্স। লুইসের জায়গায় আজ খেলবেন ক্রিস গেইল।

ভারত একাদশ: রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মানিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, কার্লোস ব্রাথওয়েট, সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি।

উল্লেখ্য- টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। ৩ এপ্রিল কলকাতায় টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।