English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১২:৪৯

জ্যোতিষীর দাবি ভারত ছাড়া অন্য কেউ জিতবে শিরোপা

অনলাইন ডেস্ক
জ্যোতিষীর দাবি ভারত ছাড়া অন্য কেউ জিতবে শিরোপা

ভারতের বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবোর ভবিষ্যৎবাণী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা স্বাগতিকদের হাতে উঠবে না। তার গণনাতে এবার শিরোপা উঠবে ইংল্যান্ডের হাতে।

ভারত শিরোপা না পাওয়ার বেশ কিছু তথ্য দিয়েছেন লোবো। তার মতে জ্যোতিঃশাস্ত্র মতেই পেয়েছেন-  ‘ভারত যে টুর্নামেন্টে ভাল খেলবে, সেই ভবিষ্যদ্বাণী কিন্তু আমি আগেই করেছিলাম। এমনকী মুম্বাইয়ে জিতে ভারত ফাইনালে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ভারত ফাইনালে উঠলেও জিততে পারবে না। কাপ নিয়ে যাবে অন্য ফাইনালিস্ট। কারণ জ্যোতিষের গণনা অনুযায়ী এ বার বিশ্বকাপ জেতার কোনও রকম সুযোগই নেই ভারতের সামনে।’

লোবোর মতে দলের বিশ্বকাপ জেতা নির্ভর করে অধিনায়কের রাশিচক্রের উপর। এছাড়া সংশ্লিষ্ট অধিনায়ক আগে কোনও বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে থাকলে চলবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, অধিনায়কের বয়স। বিশ্বকাপের মতো এত বড় শিরোপা জেতার জন্য ক্যাপ্টেনের বয়স খুব বেশি বা খুব কম হলে চলে না।

এতসব প্রতিকূলতার মধ্যেও জ্যোতিষ অনুযায়ী ভারতের একটা আশার আলো অবশ্য রয়েছে। তিনি হলেন, বিরাট কোহলি। জ্যোতিষ গণনা অনুযায়ী ভারত দলের সামনে কাপ জেতার একমাত্র সুযোগ অধিনায়ক বদল। শেষ দু’টো ম্যাচে যদি কোনও কারণে ধোনি না খেলেন এবং দলের নেতৃত্ব বিরাটের হাতে আসে, তবে ভারতের কাপ ভাগ্য খুলতে পারে।

ভারতের সামনে কাপ নেওয়ার বাঁধা অনেক, তাই জ্যোতিষ অনুযায়ী এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা প্রথম সেমিফাইনালের বিজয়ীর, যেটা হল ইংল্যান্ড- এমনটাই ধারণা জ্যোতিষী গ্রীনস্টোন লোবোর।

তবে শিরোপা চিন্তার আগে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল বাঁধা পেরোতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগেই এই জ্যোতিষ বলে ছিলেন, পাকিস্তানের হাতে উঠবে এবারের শিরোপা কিন্তু পাকিস্তান বাদ পড়েছে সুপার টেন পর্বেই।