English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১০:১৪

বিরাট কোহলিকে গেইলের হুংকার

অনলাইন ডেস্ক
বিরাট কোহলিকে গেইলের হুংকার
ক্রিস গেইল ও বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। তবে দুই দলের লড়াইটা হবে দুজনের মধ্যেই তাদের একজন হট হার্ডহিটার অপরজন ইতোমধ্যে বিশ্বক্রিকেটে মিস্টার ফিনিশারের খ্যাতি অর্জন করেছেন ক্যাপ্টিন কুলের কুল ক্যাম্পেনার বিরাট কোহলি।

এরআগে দুই দলই টি-টোয়েন্টিতে শিরোপা জিতেছে। তবে মুম্বাইয়ে মাঠের লড়াই শুরুর আগেই চলছে দু’দলের গেম চেঞ্জারদের নিয়ে কথার লড়াই।

সম্প্রতি ভারতীয় দলে দায়িত্বশীলতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি দলের জয়ে মূল নায়কের ভূমিকা পালন করে যাচ্ছেন। সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দায়িত্বশীল ৮২ রানের ইনিংসটি টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই স্বাগতিক এই রানমেশিনের উপর কড়া নজর রাখছেন ক্যারিবীয় বোলাররা।

অন্যদিকে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের উপর নজর ভারতের। বিধ্বংসী সব শটের জন্য তার উপর নজর থাকবে পুরো ক্রিকেট বিশ্বেরই। কোনো প্রকারে ক্রিজে একটি দাড়াতে পারলেই প্রতিপক্ষের বারোটা বজতে আর বাকি থাকে না। তার ছক্কা বৃষ্টিতে দর্শকরাও বেশ বিনোদন পান। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার এক সেঞ্চুরির মাধ্যমে আবারও নিজেকে জানান দিয়েছেন গেইল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।