English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২২:৫২

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এরআগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে কিউইরা। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তুলেন জেসন রয়। সেই ঝড়ো  ইনিংসে ভরকরে ১৭.১ ওভারে ৭ উইকেটে জয় পায় ইংলিশরা।

ইংল্যান্ডের পক্ষে জেসন রয় ৪৪ বলে(৭৮) মরগ্যান ১৭ বলে (৩২) রুট ২২ বলে (২৭) এবং হেল্স ১৯ বলে করেন (২০) রান। নিউজিল্যান্ডের পক্ষে ইয়েস সর্দি ২টি এবং স্যান্টার নেন ১টি উইকেট।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এর আগে টস নামক ভ্যাগে জয় পেয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে উইলিয়ামসনের দল।

কিউইদের পক্ষে মনরো (৪৬) রান, উইলিয়ামসন (৩২) এবং এন্ডারসন (২৮) রান করেন। ইংল্যান্ডের পক্ষে স্টোক ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।