English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৭:৩৮

বাজে পারফরম্যান্সে ক্ষমা চাইলেন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক
বাজে পারফরম্যান্সে ক্ষমা চাইলেন আফ্রিদি

আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের জন্য দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি।

টুর্নামেন্টে জনগণের প্রত্যাশামাফিক খেলতে না পারায় নিজের অফিসিয়াল টুইটার পেজে আজ এক ভিডিও বার্তায় এ ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে গত বিশ বছর দেশের জন্য 'আবেগ' নিয়ে খেলেছেন বলেও তিনি জানান। খবর পিটিআই'র

শহীদ আফ্রিদির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান তাদের চারটি ম্যাচের মধ্যে কেবল বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই জয় পেয়েছে। অার গ্রুপের অন্য দল ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে বেশ বাজেভাবে হারে পাকিস্তান। ফলে সুপার টেন পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়। টুর্নামেন্টে এমন বাজে পারফরম্যান্সের জন্য আফ্রিদির সমালোচনায় মুখর পুরো পাকিস্তান। অনেকেই আফ্রিদির পদত্যাগের দাবি তুলেছেন।

গতকাল দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ ওয়াকার ইউনুস। এর একদিন পরই টি-২০ অধিনায়ক আফ্রিদি ক্ষমা চাইলেন।