English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৩:২৮

ইতালির বিপক্ষে ২০ বছর পর জয় পেল জার্মানি

অনলাইন ডেস্ক
ইতালির বিপক্ষে ২০ বছর পর জয় পেল জার্মানি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালিকে ৪-১ গোলে উডিয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ মাধ্যমে   ইতালির বিপক্ষে দীর্ঘ ২০ বছর জয় না পাওয়ার বেদনা ভুলেছে জার্মানি। সর্বশেষ ১৯৯৫ সালের জুনে জুরিখে প্রীতি ম্যাচে ইতালিয়ানদের ২-০ গোলে গোলে হারিয়েছিল জার্মানরা।

মঙ্গলবার রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৪ মিনিটে জার্মানিকে এগিয়ে এন টনি ক্রুস। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন মারিও গোটজে।

এরপর খেলার দ্বিতীয়ার্ধের ৫৯ ও ৭৫ মিনিটে যথাক্রমে জোনাস হেক্টর ও মেসুত ওজিলের গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলে স্বাগতিকরা। ইতালির এল শারাওয়ে খেলার ৮৩ মিনিটে গোল করে শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই কমান।