English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১০:২৮

মেসি-হিগুয়াইনের গোলে সহজ জয় পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
মেসি-হিগুয়াইনের গোলে সহজ জয় পেল আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে থামাতে পারেনি বলিভিয়া। লিওনেল মেসি আর গনসালো হিগুয়াইনের নৈপুণ্যে বিশ্বকাপের বাছাইয়ে ২-০ গোলের সহজ জয় পেয়েছে জেরার্দো মার্তিনোর দল।

টানা তৃতীয় জয়ে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেরার্ডো মার্টিনোর দল।   আর্জেন্টিনার করদোবায় স্টাডিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মারকাদো (১-০)। অবশ্য গোলটি পেতে পারতেন গঞ্জালো হিগুয়েন।   মেসি মাঝমাঠ থেকে ফ্রি-কিকে বল বাড়ান হিগুয়েনকে। নাপোলির এই ফরোয়ার্ড বলিভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালের দিকে পাঠালেও এক ডিফেন্ডার শুয়ে পড়ে তা ফিরিয়ে দেন। আবার বল পেয়ে হিগুয়েন বল বাড়ান মারকাদোকে। ফাঁকা জালে বল জড়াতে কোনো সমস্যা হয়নি রিভার প্লেটের এই ডিফেন্ডারের।   ১০ মিনিট পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে বলিভিয়ার এক খেলোয়াড় আর্জেন্টিনার এভার বানেগাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে মেসির জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি অতিথি গোলরক্ষক।   এই গোলে একটি মাইলফলকে পৌঁছালেন মেসি। জাতীয় দলের হয়ে বার্সেলোনা ফরোয়ার্ডের গোল হলো ৫০টি। ৭৮ ম্যাচে ৫৬ গোল করে আর্জেন্টিনা সর্বোচ্চ গোলদাতা গাব্রিয়েল বাতিস্তুতা।   দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি সময়ে আরো বেশ কিছু আক্রমণ করেছিল আর্জেন্টিনা। তবে সেগুলো থেকে আর সফলতা আসেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই তাই মাঠ ছাড়ে স্বাগতিকরা।