English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ০১:৫৮

হঠাৎ কক্সবাজারে সাকিব-শিশির

অনলাইন ডেস্ক
হঠাৎ কক্সবাজারে সাকিব-শিশির
সাকিব-শিশির

অনেকটা বলা যায় হঠাৎই কক্সবাজারে সাকিব-শিশিরের আগমন। সবে মাত্র বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন সাকিব। জাতীয় দলের অন্য ক্রিকেটাররা লম্বা সময় ছুটি পেয়েছেন তবে সাকিব সেখানে ব্যতিক্রম। কারণ, আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়া লিগ (আইপিএল) তাই ছুটি নেই তার।

তবে জীবনের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চলা সাকিব তাই স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে সাকিব চলে গেলেন কক্সবাজারের সমুদ্র সৈকতে।

তবে এই খবর মিডিয়ার জানা জানি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে।  কক্সবাজারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেছেন- ‘রিল্যাক্স করছি!’ সময়টা যে তারা ভালই উপভোগ করছেন সেটা ছবি দেখেই পরিস্কার।

ভারতের কাছে ১রানের হার আর টি-২০ বিশ্বকাপে দলের বাজে ফর্মের কারণে যখন অন্যরা অন উজ্জ্বল সেখানে সাকিব সম্পূর্ণ আলাদা। বল হাতে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ১২৯ রান।