English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ০১:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে প্রথম সেমিফাইনাল খেলা দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড এবং এক নম্বর গ্রুপের রানার আপ ইংল্যান্ড।

নিয়মানুসারে প্রতিযোগিতার এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই নম্বর গ্রুপের রানার আপ দল ভারত। আর দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে যেতে লড়বে এক নম্বর গ্রুপের রানার আপ ইংল্যান্ড।   আর ৩১ মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। চলুন দেখে নেওয়া যাক সেমিফাইনালের সময়সূচি।   সেমিফাইনালের সময়সূচি:  তারিখ        মুখোমুখি                  বাংলাদেশ সময়     ভেন্যু ৩০ মার্চ       নিউজিল্যান্ড-ইংল্যান্ড           সন্ধ্যা ৭.৩০টা       ফিরোজ শাহ কোটলা, দিল্লি ৩১ মার্চ       ভারত-ওয়েস্ট ইন্ডিজ            সন্ধ্যা ৭.৩০টা       ওয়াংখেড়ে, মুম্বাই।