English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ২৩:৫১

আফ্রিদিরা কোচের কথা শুনতেন না!

অনলাইন ডেস্ক
আফ্রিদিরা কোচের কথা শুনতেন না!

পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতা নিয়ে পিসিবির কাছে কোচ ওয়াকার ইউনিস তার রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে তিনি দাবি করছেন, দলে বেশ কিছু সমস্যা রয়েছে। কয়েকজন খেলোয়াড় তার কথা শুনতেন না! এমনকি এই তালিকায় তিনি অধিনায়ক আফ্রিদিও রয়েছেন।

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পাচ্ছে না পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু, এরপর এশিয়া কাপেও ফাইনালে উঠতে ব্যর্থ। কফিনে শেষ পেরেক ঠুকল টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই হেরেছে পাকিস্তান। এর পেছনে দলের অন্তর্কোন্দলকেই কারণ দেখিয়েছেন অনেকেই।

পিসিবির এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, ‘ওয়াকার দলের খেলোয়াড়দের নিয়ে ভয়ংকর একটি প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে বলেছেন, দলের অধিকাংশ খেলোয়াড়ই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে বলেছেন, এরা পরিশ্রম করতে চায় না, কোচদের সহযোগিতা করে না, তাঁদের কথায় কর্ণপাত করে না।’

অধিনায়ককে নিয়েও প্রশ্ন করেছেন ওয়াকার, ‘ওয়াকার শহীদ আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অধিনায়ক হিসেবে আফ্রিদির বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল। কোচ হিসেবে তাঁর পুরো সময় (দুই বছর) নিয়েই প্রতিবেদন দিয়েছেন। সেখানেও নির্বাচক কমিটির বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। নির্বাচকেরা তাঁর কথাকে পাত্তা না দিয়ে আফ্রিদির কথায় দল নির্বাচন করত।

টুর্নামেন্ট চলার সময়ই কোচ ওয়াকার বলেছিলেন যে, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা নেই। শেষপর্যন্ত কোচের কথা সত্যি প্রমাণিত করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দেশে ফিরে সমর্থকদের কাছে ক্ষমাই চাইতে হয়েছে ওয়াকারকে। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেছেন, ‘আমি পুরো জাতির কাছে হাতজোর করে ক্ষমা চাইছি।  আমার সরে দাঁড়ানোর ফলে যদি পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আমি সরে দাঁড়াতে দেরি করব না।’