English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১২:১৫

এবার বাংলাদেশকে নিয়ে ধারাভাষ্যকারদের ঠাট্টা (ভিডিও)

অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশকে নিয়ে ধারাভাষ্যকারদের ঠাট্টা (ভিডিও)

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে শেষ ওভারে এক রানে হারার ক্ষত এখনও তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিক ষোলকোটি মানুষকে। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে কম ঠাট্টা করেনি। তবে সেই তালিকায় যে ধারাভাষ্যকার আর আইসিসিও যুক্ত হবে তা কখনোই ভাবেনি টাইগার ভক্তরা।

ওই দিন ভারতে বিপক্ষে কি হয়েছে তা টাইগার ভক্তদের হৃদয়ের শিসা দিয়ে গেথে গেছে। তিন বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান। অথচ শেষ তিন বলে বাংলাদেশ রানের বদলে দিয়ে এসেছে মহা মূল্যবান তিনটি উইকেট। যা ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড।

তাই বহু ঠাট্ট জন্ম দিয়েছে ভারতীয় মিডিয়া। সেই তালিকায় এবার যুক্ত হলেন শন পোলক-রাসেল আর্নল্ডের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। যা দেখে বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমীর মনটা ফুটে উঠেছে।আইসিসিরও নিজের চরিত্র আবার প্রকাশ করতেই ফেসবুক পেজে আপলোড করেছে সেই ভিডিওটি।

ভিডিওতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ছিলেন ভারতীয় বোলার হার্দিক পান্ডের ভূমিকায়। ধোনির ভূমিকায় ছিলেন ড্যারেন গঙ্গা। বাংলাদেশের দুই ব্যাটসম্যান শুভাগত হোম ও মুস্তাফিজের ভূমিকায় দেখা গেছে নিক নাইট ও রাসেল আর্নল্ডকে। একইভাবে হার্দিকের মতো শেষ বলটি অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে করেন শন পোলক। সেই বল নিয়ে দ্রুত দৌড়ে এসে স্ট্যাম্প ভেঙে দেন ড্যারেন গঙ্গা। শুরু হয় বোলারদের উল্লাস।

টাইগার ভক্তরা মনে করেন, এই নাটকের মানে বাংলাদেশকে তারা খাটো করতে চেয়েছে। রসিকতা করতে গিয়ে তারা এদেশের ১৬ কোটি ক্রিকেট প্রেমিক মানুষের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছেন। যা কখনোই তাদের স্পটিং ক্যারিয়ারের সঙ্গে যায় না।ভিডিওটি দেখতে ক্লিক করুন