English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ০১:৫০

দিল্লির নতুন অধিনায়ক জহির খান

অনলাইন ডেস্ক
দিল্লির নতুন অধিনায়ক জহির খান

ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অন্যতম সেরা বাহাতি ফাস্ট বোলার জহির খানকে আসন্ন আইপিএল-২০১৬ তে দিল্লি ডেয়ার ডেভিলস্ এর ক্যাপ্টিন হিসেবে মনোনীত করা হয়েছে। 

জহির খান ২০১৫ সালে প্রথমবারের মতো দিল্লির হয়ে খেলেন। ১৪ ম্যাচে তার অ্যাভারেজ ২২.২৮ এবং গড় ৬.৪৫ হারে রান দিয়ে তিনি ৭ উইকেট লাভ করেন।

এদিকে জহির তাকে দিল্লি ডেয়ার ডেভিলস্ এর অধিনায়ক মনোনীত করায় বিষয়টিকে অত্যন্ত সম্মানের বলে মন্তব্য করে বলেছেন, দায়িত্ব পাওয়া মানেই হচ্ছে আরো দায়িত্ব বোধ বাড়িয়ে দেয়া। দলে বেশকিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা সবাই ভালো করতে পারলে অবশ্য আমরা দল নতুন কিছু উপহার দিবে।  

গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন জহির খান। ভারতের পক্ষে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে।