English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ০১:২৪

শেষটাও ভালো হলো না শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
শেষটাও ভালো হলো না শ্রীলঙ্কা
এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা আলিঙ্গন করছেন

প্রোটিয়াস ব্যাটিং স্তম্ব হাশিম আমলার অনবদ্য হাফ সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। এই হারে এবারের টুর্নামেন্টে শূন্য হাতেই ফিরে গেল লঙ্কানরা।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ১২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুর্ভাগ্যজনক রান আউটে সাজঘরে ফিরেন কুইন্টন ডি কক। এরপর দলীয় ৭৫ রানে ফাপ ডু প্লেসিস (৩১) এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এরপর মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা মিলে দলের জয় নিশ্চিত করেন।   আমলা ৫২ বলে ৫৬ রানে আর ভিলিয়ার্স ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন। আমলা ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান। অন্যদিকে ডি ভিলিয়ার্স ২টি ছক্কা হাঁকান।   এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। শেষ ম্যাচে তারা ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করতে পারে। ব্যাট হাতে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন তিলকরত্নে দিলশান। এ ছাড়া ২১ রান করেন দিনেশ চান্দিমাল। অপরাজিত ২০ রান করেন দাসুন শানাকা।   বল হাতে দক্ষিণ আফ্রিকার বেহারদিন, ফাঙ্গিসো ও কাইল অ্যাবোট ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইমরান তাহির ও ডেল স্টেইন। 

ম্যাচসেরা নির্বাচিত হন অ্যারোন ফাঙ্গিসো।